মন   মাতানো   প্রাণ  জুড়ানো
       জীবন  মেলা  অমর   দোলা
মিশে  আছে   মনের  মাঝে
       আমাদের  সেই  ছেলেবেলা।।


গুলি  খেলা  রোদের  বেলা
      মন   হারিয়ে   মন   মাতিয়ে
খুশির  তালে  গা   ভাসিয়ে
      আমাদের   ছেলেবেলা।।


আম  চুরি  বেল  তলা
      তাল    গাছে    মন    ভোলা
মনের   মাঝে  দেয়  দোলা
     আমাদের   ছেলেবেলা।।


বন্ধু  আছে  ঝগড়া  বসে
     মারামারি   ছেড়াছিড়ি
সব   ভুলো   মন   খুলে  
     একটু   পরে  জড়াজড়ি
মনের   মাঝে   আজও  ভাসে
     বয়স  দশের  ছেলেবেলা।।


মায়ের   বকা  বাবার  শাসন
     খেলাধুলা    চুরিকরা
মন   ভোলা   মানিক  দোলা
     বন্ধু-বান্ধব   ঝগড়াঝাটি
কেন  কর  ফাটাফাটি
      সব  ছাড়  ভালো  হও
পড়  তুমি  রাতের  বেলা
      এখন   তোমার  ছেলেবেলা।।


স্মৃতি  ভাসে   হৃদয়  হাসে
     মনে   মনে   উল্লাসে
আজকে  আমার  কিশোর  বেলা
    মনে   পড়ে   ছেলেবেলা।।


লেখার তারিখ : ১৭-০৮-১৬ ইংরেজি, রাত : ১২:০৫