লিখতে মোর মন যে চায়,
                   লিখবো কি যে হয়!
ভাবিয়া ভাবিয়া সময় কাটায়,
                   কিছু খুজে নাহি পায়।
অন্তরে আসে অনেক কিছু,
                   সব প্রাণ নাহি খুজে পায়!
মাঝে মাঝে ছন্দে ছন্দে,
                   মনের আনন্দে,
কবিতা হয়ে যায়।
                   একটি দুটি শব্দ দিয়ে
ছন্দ মিলে যায়,
                   ছন্দগুলো মনের মাঝে,
মুক্তার ফুল ফুটায়।
                   ভাবনার মাঝে মন চলে যায়,
খেয়াল নাহি রয়,
                   প্রহর প্রহর সময় নষ্ঠ
পড়ার ক্ষতি হয়।
                   পৃথিবী যেন উল্টা থাকে
কিছু মানুষের বেলায়,
                    আমিও যেন মিশে আছি
সেই মানুষের মেলায়।
                    এই মেলাতে মিশে ছিল
রবীন্দ্রনাথ, নজরুল সবাই
                    আমিও এবার গা ভাসাবো,
আল্লাহ আমার সহায়।।


★লেখার তারিখঃ২৯-০৭-১৬ ইং


★প্রতিদিন একটি করে কবিতা লিখে স্কুলে স্যারদের দেখাতাম।।তাই তারা বলতো এসব করতে গিয়ে পড়ার ক্ষতি করো না।। হঠাৎই মনে হল পড়ার ক্ষতি বিষয়টা তুলে ধরে একটা কবিতা লিখবো।।এই কবিতাতে মনের একটা ভাবনাকে তুলে ধরার চেষ্টা করেছি।।পড়ে ভালো লাগলে মন্তব্য করার অনুরোধ রইল।।।

  ★ মিল্টন খন্দকার ★