ওরে মাদক সেবী, দূরে যা
মাদকের গন্ধে আছে বিষ
তোরা কেন যে বুঝিস না!!
মদ হোক বা গাঁজা,
         মরণ যে তার সাজা;
হলোই বা তায় সিগারেট,
        মন থেকে যে করি হেট।।


ওরে মাদক সেবী, দূরে যা
মাদক যে তোর হৃদয় জ্বালায়
তোরা কেন মানিস না!!!
রাস্তা-ঘাটে ট্রামে-বাসে,
     খাস যে তোরা হেসে হেসে;
মরবি তোরা! মারবি তোরা
     সংসার খানি যাবে ভেসে।।


হায়রে! মাদক সেবীর জাতেরা
নিজের কথা নাই বা ভাবলি
বাল-বাচ্চাদের কথাই ভাবনা!!
ছোট্ট ছোট্ট বাচ্চা কোলে,
     বিড়ি টানিস হেলে দুলে;
বাচ্চা নিয়ে মৃত্যু-লোকে,
     পাড়ি যে দিস অ-কালে।।


ওরে বিড়ি আর গান্জাখোর,
সমাজ তোরা নষ্ট করিস
একশ'ত হাত দূরে সর।।
     বিড়ির ধোয়া সহ্য নয়,
কাছে গেলেই বমি হয়;
     বাসে- ট্রামে তোদের জ্বালাই
ভ্রমন কি আর ভ্রমন রয়!!


                'অসমাপ্ত কবিতা'