মেঘলা
দিনের বেলা,
ভাসিয়ে দিয়েছি ভেলা,
মনো মাঝে ফুটেছে ফুল,
প্রেম নগরের দিশায় হয়েছি ব্যাকুল।


রৌদ্র
প্রখর দিনে,
মনের আদেশ মেনে,
প্রাণ চাইছে তাহার দেখা,
মায়াবী দিশায় মেলেছি মোর পাখা।


অসীম
ভাবনা আমার,
পাবো-না জানি তাহার,
দিশেহারা হয়ে চলেছি তবু,
'স্বর্গ-মত্য' যদি দেখা মেলে কভু।


প্রেম
নামের নগর,
অন্তরে তাহার বহর,
কতনা যত্নে আদৃত করি,
হৃদয়ে যদি তাহাকে ধরিতে পারি।।


রচনাকাল: ২৭ এপ্রিল ২০১৭ ইংরেজি।
                           সামন্তা
                 মহেশপুর, ঝিনাইদহ,
                         বাংলাদেশ।