" রেজাল্ট Golden A+ "
               মিল্টন খন্দকার(কথিত খোকা কবি)


আনন্দ! আনন্দ! আনন্দ!
খুশি! আর মনে উল্লাস!
আজ পেয়েছি রেজাল্ট
  গোল্ডেন (A+) এ-প্লাস।


নিঝুম রাতে,ঘুম নেই চোখে,
পড়েছি! পড়েছি! পড়েছি!
মোরগের ডাকে, হয়েছে মোর
       ভোরের আভাস!
তাইতো পেয়েছি আজ রেজাল্ট
  গোল্ডেন(A+) এ-প্লাস।


সারাদিন ঘর-কোণ,
    নিঃসঙ্গ মোর মন,
চেয়েছি! চেয়েছি! চেয়েছি!
   একটু মুক্ত বাতাস।
যদিও তা পায়নি,
    সেদিন তো যায় নি,
ছুইনি দিশেহারা বাতাস,
তাইতো পেয়েছি আজ রেজাল্ট
  গোল্ডেন(A+) এ-প্লাস।


টেবিলে বসেই পড়ি,
   পাশেই তো তার বাড়ি,
যদিও বন্ধু সে,  বলে;
'অতো পড়ে কি হবে?'
চল্ না ক্রিকেট খেলি আজ!
সেদিন তো যাই নাই,
বলেছি ভাই, সময় নাই,
অন্যদিন খেলবো, নয় আজ,
         তাইতো পেয়েছি
একথা বলার উদ্ভাস, আমি পেয়েছি
      গোল্ডেন(A+) এ-প্লাস।।


★ আসরের প্রিয় কবিগণ - এই ছোট্ট ছেলেটি গতকালকে তার জীবনের শ্রেষ্ঠ একটি মূহুর্ত কাটিয়েছে।। এই রেজাল্টের জন্যই কতনা কষ্ট করেছি।। সফলতা পেয়ে সব কষ্ট যেন নিমেষে ধোয়া হয়ে গেলো।।নিজের আনন্দের একটি অংশ আসরে শেয়ার করলাম।।


★ আসরের ছোট্ট সদস্য -- "মিল্টন"