ফুলের দলে সবাই মিলে
খুজে পাব বাওড় ঝিলে,
বলছি একটি সুনাম কথা
শাপলা ফুলের নিয়ে গাথা।


শাপলা যেন ফুলের সেরা
নামটা তাহার মধুয় ভরা,
তারই ছোয়ায় আসলে যেন
হয়ে যাই পাগল পারা।।


পানকওড়ি আর কচুরিপানা
ছোয়ায় তাহার আঁকে আলপনা,
তাহার প্রেমেই পাগল হয়ে
উতাল পাতাল অসীম ভাবনা।।


শাপলা যেন দেশের প্রাণ
নদীর মাঝে বিরাজমান,
বাঙালি জাতি দিয়েছে তাহার
জাতীয় ফুলের সু-সম্মান।।


কেবল মাত্র এই নয়
শাপলা ফুলের প্রতীক হয়,
প্রকৃতির অপরুপ মায়াবী সৌন্দর্য্য
তাহার মাঝেই খুজে পায়।।


শাপলা মনের অন্তরালে
দেখতে গেলে সবাই মিলে,
দশের মাঝেই প্রকাশ পায়
বাঙালি জাতির পরিচয়।।
  
মনের ভাবনার প্রকশের চেষ্টা।
        "মিল্টন''