ভালোবেসে না যদি ডাকো আর
কী দায় আমার
যাই কাছে বারবার
মন থেকে কেউ
নাই যদি ডাকে কাছে  
সেধে যাওয়ার কী বা মানে আছে ।    
প্রাণের বন্ধু দূরের বন্ধু হলে  
আমিও শেষে সরে দাঁড়ালাম  
মনকষ্টে অনেক ভুগেছি
ভাবিনা আর কি যে হারালাম ।  
দূরেই যখন থাকবে ভেবেছিলে
আগবাড়িয়ে কেন এসেছিলে
দূরে সরে আছো বেশ- থাকো  
জোছনা রাতের আকাশ কি আর দেখো?
তোমার ভালোবাসায় ভর করে
আমিও যে এলাম অনেক দূরে
একলা সময়, একলা তুমি আমি
ফেলে আসা দিনগুলিই আজ
আমার কাছে দামী।