এক.
আমি কিন্ত রোবট নই
অনুভুতিশীল মানুষ
তোমায় ভালোবাসি বন্ধু  
বুকে অনেক হাউস ।

দুই.
চোখের পানিই দেখো শুধু
কান্না বুঝো না
মন যখন কান্দে বন্ধু
চোখ থাকে শুকনা ।


তিন.
তুমি ঠান্ডা মাথায় কাঁদাও
আমি কষ্ট-জলে ভাসি
আজও বুঝলেনা তোমায়
কত্তো ভালোবাসি ।


চার.
যতো দূরেই যাওরে বন্ধু
যতোই করো মান
ভালোবাসার সুতায় বাঁধা
তোমার আমার প্রাণ ।


পাঁচ.  
একা কই ?
এই যে তুমি !
এই তো আছো কাছে
আছো আমার সকল কাজে
আছো হিয়ার মাঝে ।


ছয়.
ভালোবাসা ফিরে গেলে
কাঁদাবে সময়
ভালোবেসে নাও কাছে
মিছে দ্বিধা নয় ।


সাত.
তুমি আসবে ভেবেই
আজ নেচে উঠে মন
যেন চৈত্রের দাবাদহে
ঘোর বর্ষার আমন্ত্রণ।


মিলটন রেজা
ঢাকা এপ্রিল ১৬, ২০১৭