ঝাপসা স্মৃতি
তবু প্রথম প্রেমের তরী বাওয়া-
চোখের কোনে জমেছিল
সজল ঝড়ো হাওয়া।
যৌবনের ঐ দমকা হাওয়ায়
ভাবছি কি যে করি-  
সেই সে ঝড়েই ডুবলো আমার
প্রথম প্রেমের তরী।


মনের বনে থামলে সে ঝড়
শান্ত হোলে আঁখি-
হুট করে ফের বাঁধল বাসা
সাতরঙা এক পাখি।
মায়াবী সেই পাখির চোখে
গভীর নীলাভ রং
লাল টুকটুক ঠোঁটে যে তার
বাহারি সব ঢং !
হৃদয়ে তার গভীর ক্ষত
আনন্দের আকাল
ভাবনা শুধু রঙের পাখি
থাকবে কতকাল।


দূরন্ত সেই মিষ্টি পাখি
নিত্য করে ডাকাডাকি
আসলে কাছে পালায় পাছে
তাইতো থাকি দূরে-
কোন ফাগুনে বসবি সখী
আমার হৃদয় জুড়ে।


মিলটন রেজা
ঢাকা।ফেব্রুয়ারী ০১, ২০১৫