সন্ধে হল
বাড়ি চল
রাত্রি নামে ভাই
নায়ের পাল তুলে
নোঙর ধর শক্ত হাতে তাই।
নিশানা করো বাড়ি
নাহলে খানিক পরে
আসবে তবে
কালবৈশাখী সর্বনাশী।
আমি গরিব মাঝি
নাও আমার তলিয়ে গেলে
কাঁদতে হবে অবশেষে
দুঃখের সাগরে ডুব দেওয়াবে
কাঙাল করবে মোকে
হাল ধর, পাল তোল
বেলা নাইরে ভাই।