তুমি সুন্দর
সুন্দর তোমার রূপ।
তোমার যৌবন ছলছল॥
তোমার সুন্দর অক্ষিগোলকদ্বয়
চেয়ে থাকে আমার দিকে।
আবার কখনো মুচকি হাসে॥
তোমার অগণিত রূপ,
তুমি রূপবতী
নব যৌবনপ্রাপ্ত এক কন্যা।
কিন্তু তুমি চলমান।
সকালে যাত্রা করো ঠিকই,
কিন্তু সন্ধ্যায় ম্লান।
ওই দুষ্টু মেঘগুলো
তোমাকে হিংসা করে।
ঢেকে দিতে চায় তোমার সৌন্দর্য্যকে।
কিন্তু তাদের সাধ থাকলেও সাধ্য নেই।
কিছুক্ষণ পর তুমি আবার দৃশ্যমান,
তোমার রূপ সহস্রধারার সমান।