--- আবার ফোন ! এই নিয়ে কতবার?
--- জানি জানি, কিন্তু মন যে বারবার চাইছে , তুমি কি রাগ করছ ?
--- অভিমান ?
--- তা একটু হয় বৈ কি
--- বেশ, বলো ...
--- আচ্ছা, তোমার সেই ঘন নীল শাড়ীটা আছে ?
--- তোমার দেওয়া আমি কিছুই ফেলি নি
--- বাঃ ! তবে আজ তুমি ঐ শাড়ীটা পরেই এসো ।
--- এই বয়সে !
--- ধ্যাত , বয়স আবার কি ?
--- তবুও ...
--- শোনো , ঐ ঘন নীল শাড়ীতে তোমায় খুব সুন্দর দেখায় , অবশ্য গাঢ় রঙেই তোমায় মানায় বেশী , হালকা রঙে কেমন যেন বিষণ্ণ দেখায়
--- আচ্ছা আচ্ছা, তাই হবে
--- আর শোনো শোনো , অনেকটা জুঁই ফুল দিয়ে গাঁথা মালা জড়িয়ে নিয়ো খোঁপায় , দু দিক দিয়ে কাঁধের ওপর যেন থাকে ...
--- আবার পাগলামি ?
--- না না , পাগলামি নয় , আমি তোমার কাঁধে মাথা রাখবো যখন তখন ঐ জুঁইয়ের গন্ধ আমায় অতীতে নিয়ে যাবে , আমার ভালবাসার কথা মনে করিয়ে দেবে।
--- উফফফফফ ! তুমি পারো বটে ...
--- আর শোনো , কানে যেন লম্বা দুল ঝুলিয়ো না , আমার কপালে এসে বিরক্ত করে
--- আকাশ , তুমি আজও সেই একইরকম ...
--- কেন নয় মালিনী ? আমাদের ভালবাসা তো মরে নি
--- তবুও ...
--- আজ তুমি কত বছর পরে আসছ , বলো তো ?
--- হ্যাঁ, অনেক বছর...
--- তবে ? আমি তো চাই তুমি ঠিক সেদিনের মতনই এসো আমার কাছে । মাঝখানের বিচ্ছেদটা আমি মনে রাখতে চাই না
--- ভুলে যাওয়া কি সম্ভব ?
--- না মালিনী , মনে রেখো না । আমরা আজও একই আছি
--- কিন্তু সময় তো চলে গেছে...
--- যাক , তবুও...
--- একই রকম পাগল আছো !
--- মালিনী , আমাদের অনাগত সন্তানের নামটাও আমরা ঠিক করে রেখেছিলাম, মনে আছে ?
--- 'মোহর'।
--- আমরা কি আবার সেই দিনে ফিরে যেতে পারি না , মালিনী ?
--- না ... না... না... আকাশ , আমার অক্ষমতা , আমার যন্ত্রণা সবই যে আছে ঠিক সেদিনের মতনই , কিছুই যে পাল্টায় নি , আবার নতুন করে...
--- কেঁদো না মালিনী , তবুও আমাদের ভালবাসাটা যে একই রকম আছে... এ এক অন্য রকম ভালবাসা।
--- ফোন রাখছি, দেখা হবে ঠিক চারটেয় ...