বছর খানেক কিংবা আর একটু বেশি সময় পরে আজ কবিতার আসরে এলাম। এর প্রধান এবং প্রথম কারণ আমি এখন আর লিখতে পারি না,  দ্বিতীয় কারণ শরীরও মন সব সময় সাথ দেয় না আর শেষ কারণ ফেসবুক অভ্যাস খারাপ করে দিয়েছে।


আসরে এসে আজ আমার সেই প্রিয় জায়গাটা কেমন অচেনা মনে হচ্ছিল। মনে হচ্ছিল আমি যেন এখানে একদমই বেমানান, না এলেই বুঝি ভালো হত।  সবাই কেমন অচেনা।  নিয়ম কানুনও অনেক পালটে গেছে।  সকলের নামের আগে ★★★★ এরকম সব চিহ্ন বসানো আছে।  কিছুই বুঝতে পারলাম না।


যাই হোক আমার বন্ধুরা সবাই ভালো থেকো আর কবিতায় থেকো। আমি থাকি বা না থাকি,  আমার কবিতা থেকে যাবে। সেটা যদি তোমাদের ভালো লাগে তবে আমি এই কবিতার আসরে আর তোমাদের মনে থেকে যাবো। সেটাই পরম প্রাপ্তি আমার কাছে।