মাননীয় এডমিনের উদ্যোগে যেদিন 'কবিদের আড্ডা' এই আসরে স্থান পেলো খুব খুশি হয়েছিলাম কিন্তু সেই খুশি অচিরেই কিছুটা কমে গেলো যখন দেখলাম যে সেখানেও সেই একই প্রক্রিয়া । কিছু একটা পোস্ট করো তারপর মন্তব্য আর প্রতি মন্তব্য ।


আমার নিজস্ব ধারণা ছিল যে একটা আড্ডা ঘর হবে , সেখানে যে বা যারা থাকবে তাদের মধ্যে আলাপ আলোচনা হতে থাকবে (মন্তব্য/প্রতিমন্তব্য) নয় , 'বকলম' এ যেমন আছে  আড্ডাঘর । আড্ডা ঘরে কে উপস্থিত আছে আমরা সেটা দেখতে পাবো তার নামের পাশে আলো জ্বালা থাকলেই । অনেকে একসাথে গল্প , আড্ডা , একে অপরের সাথে পরিচয় পর্ব , কবিতা নিয়ে আলোচনা , কখনও বা পারস্পরিক কুশল সংবাদ আদান প্রদান  এই সব নিয়েই আড্ডা ঘর জমজমাট হয়ে থাকবে । সেটা একটা নির্দিষ্ট সময় ধরেও হতে পারে কিন্তু এই  কবিদের আড্ডায় আমি নিজে তেমন আনন্দ পেলাম না ।


এখানে আমার নিজের মনের কথা জানালাম । অন্যরা কি ভাবছেন জানি না। তবে এখন যেটা হচ্ছে অর্থাৎ একটা লেখা পোস্ট আর তার উত্তরে মন্তব্য আর প্রতি মন্তব্য এটাকে নির্ভেজাল আড্ডা বলে কি না জানি না ।


এডমিন কি চিন্তা ভাবনা নিয়ে করেছেন তা আমার জানা নেই তবে আশা করবো আমার এই লেখাটি পড়ে তিনি নিশ্চয় তার মতামত জানাবেন।