কতবার যে তোমার কাছে আশ্রয় খুঁজলাম
আর তুমি উদার হয়ে আমায় বুকের মাঝে আশ্রয় দিলে
মাঝে মাঝে ভাবি, তোমার কাছেই নিজেকে সমর্পণ করি
কিন্তু বাইরের মোহ তোমার কাছ থেকে দূরে নিয়ে যায়
চেষ্টা করেও আটকাতে পারি না
আবার নিঃস্ব রিক্ত হয়ে রক্তাক্ত হৃদয় নিয়ে
তোমার বুকেই আশ্রয় চাই; কিন্তু
আজ কেন তুমিও মুখ ফিরিয়ে নিচ্ছ ?


আজ আমি তোমাতে ডুবে যেতে চাই
একটিবার শোন আমার মনের কথা
প্রতিটি ধমনীতে বয়ে চলা উত্তাল রক্তের ঢেউ  কি বলছে শোন –
আমার হৃদয়ে কান পাতো , সেখানে ফোঁটা ফোঁটা রক্তপাতে
দেখো কার নাম লেখা ?


সবাই ছেড়ে গেছে একে একে
গভীর রাতে আমি একা তবুও গেয়ে উঠতে পারি না
“মরণ রে তুঁহুঁ মম শ্যাম সমান”
কিন্তু কবিতা , তুমি কেন ছেড়ে গেলে !
কত অসমাপ্ত লেখার নামকরণই যে হয় নি এখনও
আধখোলা পেন আর ডায়রির পাতা পড়ে রইল লেখার টেবিলে
দেখো কেমন ভিজে যাচ্ছে অসমাপ্ত কবিতাগুলি
জমাট বাঁধা রক্তের অক্ষরে ......