শব্দরা আজ বড় বেশি অবাধ্য আর বেআব্রু হয়ে উঠেছে
ভাঙছে গড়ছে নিজের খেয়ালে নিরীহ যত কথামালায়
রাত্রির কোলাহল দু পায়ে মাড়িয়ে
এগিয়ে চলেছে শব্দের মিছিল
লাগাম আজ আর আমার হাতে নেই
হাতের পাতায় লাশকাটা ঘরের পচা গন্ধ
ছড়িয়ে পড়ছে মস্তিষ্কের আনাচে কানাচে
শব্দরা আজ বেপরোয়া, উদ্দাম...
তোমার চোখের পাতায় লেগে থাকা সুখে
পুড়ে যাচ্ছে আমার বুক
সেই পোড়া গন্ধে মাতোয়ারা শব্দের দল
অট্টহাস্যে জানান দেয়
কবিতার মৃত্যু হলো ......