মেয়েটির চোখের নীচে ক্লান্তি জমেছে
গাঢ় কালি -
চোখ থেকে সেই কালি
মারণ রোগের মতন খুব দ্রুত
মস্তিষ্কের কোষ গুলোকে ঢেকে দিচ্ছে ,
এ ক্লান্তি কি অবসাদের না কি
নিঃসঙ্গতার ?


অন্তবিহীন পথে চলাই জীবন
তবুও কেন থমকে যায় ?
হাত বাড়ালেই না কি বন্ধু !
তবে কেন বারবার রিক্ত হাতে
ফিরে ফিরে আসতে হয় ?


মস্তিষ্কের কোষে আর সাড়া নেই
ক্ষয়ে গেছে বুঝি অবহেলায়
শুধু সেদিনের সেই প্রতিশ্রুতির দায়ভার
পূর্ণচ্ছেদ টানতে দেয় না
জীবন তাই এখনও কমা, সেমিকোলন দিয়ে
চলতে থাকে...... চলতেই থাকে ......