http://www.bangla-kobita.com/kobiatanu/post20151125032204/


এই লেখাটি অতনু নন্দীর । কবিতাটি কি করে এখানে দেখানো যাবে আমি জানি না তাই লিঙ্ক দিলাম।


আর নীচে আমার লেখা কবিতাটি দিলাম ...


কমলা শাড়ীর সবুজ আঁচল


- মিমি
ভিজে ডানায় রোদ লাগিয়ে কমলা শাড়ী
বসলি পাশে
বুকের মাঝে সবুজ রঙা শাড়ীর আঁচল
শ্যমলা ঘাসে
ভিজে ডানার গন্ধে যখন একটু নেশা
জমতে থাকে
লজ্জা পেয়ে শাড়ীর আঁচল এক পলকে
মুখটি ঢাকে
কমলা শাড়ী ! কমলা শাড়ী ! দুহাত দিয়ে
জড়িয়ে ধরি
থাকবি তো তুই এই বুকেতেই হয়ে আমার
লক্ষ্মী পরি
অন্ধকারের খাদের ধারে একটু আশা
বাঁচতে পারি
সুখ পাখিটা দুই জনাতে যখন তখন
ধরতে পারি
ঠিক তখনই হাতের ফাঁকে গড়িয়ে পরে
সবটুকু সুখ
কমলা শাড়ী আঁচল পেতে ধরে ফেলে
এক ফোঁটা সুখ
সেই সুখ যে ছড়িয়ে পড়ে শেষ বিকেলের
দূর আকাশে
কমলা শাড়ীর সবুজ আঁচল উড়ে চলে
সবুজ ঘাসে .........


জানি না এমন মিল কি করে হয় !!!! কোথাও কোথাও তো প্রায় একই লাইন আবার কোথাও বা শব্দের অদল বদল !!!