ডাকলেই কি যখন তখন আসা যায়
মুখ ফুটে কি  সব কথাটা বলা যায়


এ যে অসম্ভব
তবুও তো সত্য !


বুকের দু পাড় ভাঙা জলে
তোমার নিত্য অবগাহন
ফোটা ফুলের পাপড়িতে
দীর্ঘ চুম্বন __


এও যে অসম্ভব
তবুও তা সত্য !


অসহ্য মাদকতায় গভীর আশ্লেষে
ঝড় উঠিয়েছ পলাশের বনে
দু হাতে সরিয়েছ সবুজ পাতা
আকণ্ঠ পিপাসায় ঠোঁট ডুবিয়েছ
মন্দাকিনীর স্রোতমুখে
আর তারপর __


নীল নির্জনে মুখোমুখি বসে
কবি আর রূপকার
সেতারে সরোদে বেজে চলে শুধু
অস্ফুট শীৎকার __


এও তো অসম্ভব
তবুও যে সত্য !