আমাদের বুকের ভেতরে
যেখানে, মায়ের মায়া ও মমতা থাকে
সেখানে এক টুকরো আলো আছে।
বিদ্রোহের আলো
উজ্জ্বল স্বাধীনতার আলো
নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার আলো।
সে সকল আলোগুলো-
সমাজের জন্য
সংসারের জন্য
মানুষ এবং করুণ মানবতার জন্য।


ওরা আমাদের আলোগুলো
চিরতরে আঁধারের কাফন পরাতে চায়
ওদের শক্তির অহমিকা দিয়ে।
ওরা হয়তো জানে না
তাদের সমস্ত শক্তি দিয়েও তা'
কখনো নেভাতে পারবে না।
আমাদের আলো হেরার আলোর বিচ্ছুরণ!
সেই আলো
কারো বুকে যদি জ্বলে উঠে একবার
তা সব সময় জ্বলে উঠে দাউ দাউ করে।
ভেঙে দিতে
অসত্যের অন্যায়ের অত্যাচারের সকল অবিচার।


দক্ষ শিকারীর মতো
কুড়োল শাণিত করো, নারী!
নিজের অস্তিত্ব রক্ষায় লড়তে হবে
যতসব অসুর শক্তির বিপরীতে।


==================
একজন পুরুষই পারে,
আগামীকালের একটি সম্ভাব্য ধর্ষণ
বন্ধ করতে। ॥ ধর্ষণ বন্ধ করুন॥
==================