বাতায়ন খুলে জোছনা ধরতে যাই,
চান্দের আলো ধরতে গেলেই নাই।
রূপালি আগুন সারারাত ধরে জ্বলে,
নদীর ঢেউয়ে, নীল পাহাড়ের তলে।


ফিনকি ফোটানো জোছনারা কাঁদে দূরে,
নাম ধরে ডাকে মুরালি বাঁশির সুরে।
শ্রাবণ মাসের বৃষ্টিকে হেলা করে,
ছুটে যায় রাধা কৃষ্ণ মাধুরী তরে।


সোহাগ পিয়াসী রাতের খিড়কি খুলে,
চাঁদের সুরভী রেখেছি জড়িয়ে চুলে।
যদি তুমি আসো স্বপন তরণী বেয়ে,
রাতের গভীরে আমার হৃদয় ছেয়ে।



==================
'একজন পুরুষই পারে,
আগামীকালের একটি সম্ভাব্য ধর্ষণ
বন্ধ করতে'।
==================