হাজার কবিতা গানে পুরুষেরা লিখে-
নারী, তুমি পুরুষের হাতে গড়া পাখি।
আকাশে মেঘের দ্যুতি হয়ে যায় ফিকে,
কুয়াশায় ঢাকা শিশিরের মতো ফাঁকি
দিয়ে। নারী, তুমি কি নরের গড়া পাখি?


কবিতায় নোনাস্বাদ পুরুষেরা আনে;
নারী, তোমার দেহের সৌন্দর্য সঞ্চারী!
কাব্যময় প্রতঙ্গের স্বরূপ সন্ধানে
পুরুষেরা যুদ্ধ করে। পুষ্পের মঞ্জুরী
তুমি! নারী কি শুধুই সৌন্দর্য সঞ্চারী?


==================
'একজন পুরুষই পারে,
আগামীকালের একটি সম্ভাব্য ধর্ষণ
বন্ধ করতে'।
==================