এসো, প্রিয়তম! একটি প্রেমের গান গাই;
যেখানে হৃদয় নেচে উঠে প্রজাপতি সম,
যেখানে অনেক অন্ধকারে জোনাকির আলো জ্বলে,
যেখানে সকল বিষন্নতায় আনন্দে ভরপুর।


তোমার কয়টি ফুল প্রয়োজন প্রতিদিন, ভোরে?
প্রত্যহ আমি ফুল হয়ে ফুটবো হাস্নাহেনার মতো;
রাতের আঁধার ভেদ করে উঠি অমরাবতীর চাঁদ।
এসো, প্রিয়তম, প্রেমের গান গাই ভুলে অবসাদ।



==================
'একজন পুরুষই পারে,
আগামীকালের একটি সম্ভাব্য ধর্ষণ
বন্ধ করতে'।
==================