ঝুলন্ত চোখা রোদ্দুরে দাঁড়িয়ে আছে সে,
চোখের তারায় জ্বলে জতুগৃহ তাপ;
মন তার যেতে চায় দূর সমুদ্দুরে
ভুলে গিয়ে জীবনের বিরহের চাপ।


অনন্ত আকাঙ্ক্ষা মনে, চাহিদার জালে
বন্দী হয়ে নিত্য কাঁদে; মুক্তি পেতে চায়;
মোহের আবর্তে ঘোরে সকালে-বিকালে
তাই, স্বপ্ন বুনে যায় আশার সুতায়।


কামনার বীজে জন্মে সীমাহীন পাপ!
স্বর্গচ্যুত ব্যথারাজি অবিরাম গলে;
দহিত অন্তরে বাড়ে দুঃখ, মনস্তাপ,
অশনিসংকেতে আজ সুকুমার টলে।


দুদিকে বিভক্ত হয় দুজনার পথ,
ক্রমশ তফাতে চলে নতুন আবেগে;
পৃথিবীটা নড়ে উঠে ভূমিকম্পবৎ,
হতাশার স্রোতস্বিনী বহে দ্রুতবেগে।


==================
'একজন পুরুষই পারে,
আগামীকালের একটি সম্ভাব্য ধর্ষণ
বন্ধ করতে'।
==================