যে সকল পুরুষেরা নারীকে তেঁতুল জ্ঞানে দেখে;
তারা কখনো পুরুষ নয়- কামুক লম্পট দুরাচার।
যে সকল পুরুষেরা নারীকে ছিলকা ছাড়ানো মর্তমান ভাবে,
তারা কখনো পুরুষ নয়- অশিষ্টাচার পুঙ্গব লজ্জাহীন।
পুরুষ জনম থাকলেই মানুষ পুরুষ হয় না;
পুরুষ জনম থাকলেই পুরুষ মানুষ হয় না।
একজন পুরুষের নারীর চেতনা থাকে যদি,
সে কখনো পুঙ্গব পুরুষ নয়- অনন্য মহাপুরুষ।
নিরাপদ শিশুদের জন্য
নিরাপদ নারীদের জন্য
নিরাপদ সমাজের জন্য
আমাদের মহাপুরুষের দরকার।
সে সকল পুরুষেরা আকারে পুরুষ হয়ে
ভেতরে ভেতরে অন্তহীন নারীর বহতা।
তাঁকে নির্দ্বিধায় বলা যায়-
আনন্দময় সৃষ্টিতে মানবতার প্রতিভু- নিরন্তর কবি;
ধ্বংসস্তূপ থেকে সৃষ্টি করে হীরক জ্যোতি রেখা।


==================
'একজন পুরুষই পারে,
আগামীকালের একটি সম্ভাব্য ধর্ষণ
বন্ধ করতে'।
==================