জেগে উঠো তুমি, সুলেখা, অদিতি; জেগে উঠো পারভীন;
জাগো সুমিত্রা, মরিয়ম, রেখা, আফরোজা, সাবরিন।
কোণঠাসা হয়ে কতোকাল রবে কঙ্কাবতীর মতো?  
চেয়ে দেখো ওই লুসি, জেনিফার অদম্য; অবিরত
হেঁটে যায় তারা গ্রীবা উঁচু করে শত পুরুষের সাথে;
অথচ, তোমার জীবন কাটছে ঘোর অভিসম্পাতে।
হীনমন্যতা ছেড়ে এইবার, জাগো হে ভগিনী, তুমি,
পৃথিবীটা শুধু পুরুষের নয়, নারীরও পুণ্যভূমি।


দিয়েছে খোদায় শক্তি ও মেধা পুরুষের চেয়ে বেশি,
সেই মেধা দিয়ে জয় করে নেবো, প্রয়োজন নেই পেশী।
অসির চাইতে মসির মূল্য ঢের, বলে জ্ঞানীজন,
মেধা-চর্চায় ধরণীতে হবে নারীদের জাগরণ।
করুণা চাহি না পুরুষের কাছে, চাই শুধু অধিকার,
করে অর্জন জ্ঞন-বিজ্ঞান, শক্তি চমৎকার!


==================
একজন পুরুষই পারে,
আগামীকালের একটি সম্ভাব্য ধর্ষণ
বন্ধ করতে। ॥ ধর্ষণ বন্ধ করুন॥
==================