অমর প্রেমের বর্ষাতির নিচে তোমাকে দিয়েছি স্থান,
হে আমার প্রিয়তম! পুণ্যবান। তোমার সম্মান
শিশিরের মতো অজস্র ধারায় ঝরুক বসুন্ধরায়;
অবিরাম অবিরত অনাবিল মুগ্ধতায়।
কালের সেঁজুতি জ্বেলে, দুই পাখা মেলে
উড়ে গেছি কতদূর সবকিছু অবহেলে।
এখনো হয়নি নিঃশেষ তা' ধরণীর কূলে,
বারবার খুঁজে যাই। অলকার ফুলে ফুলে
মালিকা গ্রন্থন করে তোমাকে পরাবো প্রিয়;
পান করে যাবো অলকানন্দার কথার অমিয়।
শতবার পৃথিবীতে এসে, আমি মমতাজ হবো!
প্রেমাতুর সম্রাটের বুকে অমর কাব্যের কথা ক'বো।
অতঃপর, স্মৃতির আকরে হবো নন্দন তাজমহল!
সযতনে ঢেকে রাখবো তোমায়; হে আমার সুনির্মল।


==================
'একজন পুরুষই পারে,
আগামীকালের একটি সম্ভাব্য ধর্ষণ
বন্ধ করতে'।
==================