আমাদের দেখা হওয়ার পূর্ব পর্যন্ত
আমি ভেবেছিলাম,
ভালোবাসা সম্পর্কে অনেক কিছুই জানি;
নিষ্কলুষ প্রেম স্বর্গ থেকেই উত্থিত হয়।
কিন্তু, দেখা হওয়ার পর অনুভূত হলো
আমার জানাটা কতোই না অপ্রতুল ছিলো!
তোমার প্রেমের পরিপূরক-
ধন,
মন নয়;
দেহ,
হৃদয় নয়;
মোহ,
সন্তুষ্টি নয়।


আমাদের দেখা হওয়ার পূর্ব পর্যন্ত
আমার অনুভূতি খুশিতে ভরে উঠতো,
পাখির পাখনা গজাতো
আমার ডানায়
প্রতিদিন
প্রতিভোরে।
কিন্তু, দেখা হওয়ার পর-
ভালোবাসার কথা শুনলেই
ঘৃণার বারুদ জ্বলে উঠে মনে।



==================
'একজন পুরুষই পারে,
আগামীকালের একটি সম্ভাব্য ধর্ষণ
বন্ধ করতে'।
==================