যখন তোমার হৃদয়ে দুঃখ জাগে
ভীষণ কান্না করতে ইচ্ছে করে;
তখন অঝোর বৃষ্টির আগেবাগে
নেমে এসো তুমি মাঠের ধূলার 'পরে।


ঝুম বৃষ্টিতে ভিজবে রুক্ষ ভূমি
সতেজ ফসলে জাগবে মাঠের হাসি;
কান্নার শেষে হালকা হবে যে তুমি
অশ্রু-রেখার দাগগুলো যাবে ভাসি'।


দেখবে না কেউ তোমর নয়ন বারি
হেসেখেলে তুমি করে যাবে সংসার;
বলবে সবাই, 'সর্বংসহা নারী
মনুষ্যলোকে সুবোধ, চমৎকার'!


==================
'একজন পুরুষই পারে,
আগামীকালের একটি সম্ভাব্য ধর্ষণ
বন্ধ করতে'।
==================