তোমার কপালে হাত রাখলেই একটা নদী
হারিয়ে যাওয়া যত বুনো ঢেউ...
এখনো হৃদয় খুঁড়ে পাওয়া কবিতার পঙক্তির মতো


আমাদের জোড়া মোমরাতের শীতল গল্প
নিঃস্ব আদম যখন পৃথিবীকে পড়তে শিখেনি
হাওয়াকে খুঁজে পাওয়ার পর দ্যাখে
পিঁপড়েরা টেনে যায় খাবার


বাসস্থান কোথায় ?


জন্মচাষী, স্বপ্নের সাথে জোনাক মেশাই
আর ভাবে, কবিতার সাথে রুটি মিশিয়ে
কিভাবে দালান-কোঠা বানায় !