বুকের ভেতর ষোল কোটি প্রতারণা নিয়ে
এক দর্গা প্রার্থনা...
শেষ পর্যন্ত তোকে পাঠাতে পারব ভালোবাসার জেলখানা


তারপর এই ফাকা মাঠ হবে আবারও আমার
সাথে লগি-বৈঠা, পাল তোলা নৌকা, কালো-হিযাব মুখ
গরমে হাস-ফাস, সাংবাদিক কিছু মনে করোনা
বাবা যে ভুল করেছিল সে ভুল করব না


না না, এসব কথা হয়ত এখন আর বলা লাগবে না


কারন দশ আঙুলের ছক্কায় জন্মেছে ১০১টা তাল গাছ,
তোমরা ভূমি জরিপ করো, জলের সীমানা নির্ধারন,
আমি পদ্মা মেঘনা যমুনার জলে নেমে
জেনেছি স্রোতের বৈপরীত্য, ঘৃণা...


এখন বাঁচতে হবে তাল গাছ নিয়ে আম ও ছালায়