কারোর'ই কোন পাপ নেই, যেমন
জোর করে কেউ কেড়ে নেয়নি কারো অধিকার
হত্যা, খুন, গুম করে ছড়ায়নি কোন অাতংক
কিংবা মতিঝিলের পিচ ঢালা পথে
রাতের অাঁধারে কেউ লাগায়নি কোন রক্তের দাগ


তবু চোখ বন্ধ করলেই কেন যেন জাহান্নামের অাগুন
দাউ দাউ করে জ্বলে...
হাত ফসকালেই কি এক লক্ষ লাশের নগরী ?
চাপ চাপ রক্ত অার রক্ত...


কেউ তো কোন পাপ করেনি
শুধু একটুখানি হাড়িভাঙ্গা সময় অার কপালের লিখন ছিল
দেখতে দেখতে কখন যে দশ বছর পার !


অথচ দুয়ারে এসে অনবরত কড়া নাড়ে ৪১...