তুমি বালি দিয়ে ভরাট করে নির্মাণ করো সভ্যতা
আমার হাত তখন দু'ফুট পানির নিচে । ওপারে দোলভিটা
যেখানে একদা সাপের মাথার মণি ছড়িয়েছিল জ্যোৎস্না
পেপলটি গাছের ঘণ জঙ্গলের উপর ছিল আকাশ । তারা...


কান পাতলে এখনো কেউ শুনতে পায় । দরবারে রাজা  
পিছনে রক্ষিতা । বাইজির পায়ে ঘুঙুর । নাচ । তেরে কাটা...
তারপর তিন পুরুষ কেটে গেছে । ইটে নোনা


এখন তুমিও চাও নগর । সভ্যতা । কিছু কাঙাল ও দাস
বাসন্তী কাজের মেয়ে । তাতাল খুন্তি । পিঠে ছ‌্যাকা...
আমার কেবলি জলের নিচে হাত । দু'চোখে আকাশ
দোলভিটা অন্ধকার । গনি মিয়া, কালি পদ'র বুকে ব্যথা  
হাহাকার