আকাশ-প্রদীপ জ্বলে, তবু নক্ষত্রকে চেনা যায় না;
বিষন্ন আত্মার চোখে রক্ত
মরে গিয়ে এখনো যাঁরা মাটিকে ছাড়তে পারেনি
তাদের কেউ কেউ আবার মানুষ হতে চায়
ভুল স্বর্গ থেকে চুলের মুঠি ধরে
কাউকে নামিয়ে আনতে চায় রাস্তায়


তারপর উলঙ্গ করে পাঠাতে চায় নরকে


পৃথিবীর বয়স কি খুব বেশী বেড়ে যাচ্ছে ?
তা না হলে লিলিপুটেরা কেন বড় হতে হতে
আকাশ ছুঁয়ে সবুজের গায়ে ঢেলে দিচ্ছে রক্ত ?
পদ্ম মেঘনা যমুনার জলে বাড়ছে কলংক...


কিছু আত্মা আবার শরীর পেতে চায়
শক্ত, মুষ্ঠিবদ্ধ হাতে ত্রিফলা ধরে
শহর, গ্রাম, মাঠ, নদী পেরিয়ে
এই বাংলায়...