শ্রাবণ এলেও যে নদী আর নারীর বসন্ত নয়,
তাকে আর কতটুকু রূপ দেওয়া যায়, সৌরভ ?
পাগলা কানাই যতই গান গেয়ে যাক -
ও কি পতিধন...


ওপারে কাশফুল, অথচ বাতাসে ভাইরাস
তবু লাল গালিচার চোখে আকাশ...
যদিও কানু জেলের মতো
নদীতে বানের খবর এখন আর কেউ রাখেনা ।