আকাশে মেঘ জমলেই পৌষের কাঁথা হঠাৎ বেপর্দা
ঠোঁট ফাটা মুখে মলম লাগিয়ে দেয় হাসির ঝিলিক -


যাক, শেষ পর্যন্ত শীত তাহলে কমেছে


তারপর টানা তিনদিন বৃষ্টি
বকেয়া গোসল জমতে জমতে হালখাতার দিন এসে যায়
অচ্ছুৎ শরীর জুড়ে বাড়ে ঘিন ঘিন...
এখন একবারে এত দেনা পরিশোধ করবে কে ?
দু'চোখে অন্ধকার !


বৃষ্টির দিন শেষে আবার জাপটে ধরি বিছানা;
ও আমার গরমের রানী, তুমি কোথায় ?
সকাল কি হয়ে গেছে ? তবু চোখে যে কিছু দেখিনা


বৃষ্টির পর শীত বাড়ে, কিন্তু কুয়াশাও যে বাড়ে
সে কথা আগে বলবে না ?