গম ক্ষেতের শিশির চোখে
এখনো তাকিয়ে থাকে বাংলাদেশ, কারন
অনেকবার'ই সে এনে দিয়েছে সোনালী ভোর
বিজয় কেতন উড়িয়ে হয়েছে দু'চোখ ঝাপসা !


সে নাকি এখন নন্দী-গোপালীর হাত ধরে
পুজো করছে হাতুড়ি-মামুন...
দু'অাঙুলের ফাকে
যে সহজেই এনে দিতে পারে বনসাই-মগজ
ছানাকাটা পানিতে ভাসাতে নৌকা


যদিও অাষাঢ়-মেঘে এখনো হয়নি একাকার,
তাই বলে কি ঝড় উঠার দিন শেষ ?
সব শিশির ঝরে পড়ুক...
অনায়াসে পাড়ি দেবে গমক্ষেত


ভুল করে কেউ অার শিশির বিন্দুকে
ভাববে না মুক্তার দানা ।