অর্থ, প্রতিপত্তি ও ক্ষমতার পর
এবার একটা পদক চাই অামার,
গণসংযোগ, প্রচারণা, মিডিয়া কভারেজ
- সবই তো হলো;
নীল নদের জলে পা ডুবিয়ে
একটা নীলাভ সন্ধ্যার মতো
সুখ সুখ অনুভূতি...


একটাই মাত্র পদক চাই অামার


জানি, রাত গভীর হলেও
জলের উপর অালো না পড়লে
দেখা যায় না খুন হওয়া মানুষের মুখ


রঙিন কার্পেটে ছড়িয়ে পড়ুক ভদকার ঘ্রাণ...


অামার গোপন কুঠুরী কেউ চিনে না
সেখানে যতই চলুক হুর-পরীদের উল্লাস-নৃত্য...
অামি এবার ফুল দিয়ে একটা চরিত্র বানাবো


তাই, পদকটা কেনা অামার খুব জরুরী ।