নোবেল প্রাইজ একবার কাউকে দিয়ে দিলে
আর কেড়ে নেওয়া যায় না । তবে স্বাক্ষর চলছে
সাদা কাপড় পরে চলছে প্রতিবাদ, মিছিল...


এখন আমরা প্রার্থনা করতে বসব,
উপরওয়ালা আছে, নির্ঘাত তোর মুখ দিয়ে রক্ত উঠাবে
দাদা তো আমার ডাল-ভাত না, ভূ-রাজনীতি বোঝে
লেজ গুটিয়ে একবার চলে এসেছে বলে
ভেড়ার দলে সর্দার হওয়ার সুযোগ শেষ হয়ে যায়নি


কাঙালীনি বুড়ির মুখ থেকেও নেমে গেছে থৈ থৈ জল
তবে জেগে উঠা রাস্তায় আছে টায়ার ফাটার ভয়


কালীপদকে বলো, বাতাস কম দিতে, টিউব ফুলে উঠবে