ভাতের থালা সরে যাচ্ছে, আস্তে আস্তে
কর্মমুখর দিনগুলোর নিদ্রা পাচ্ছে, একে একে
লম্বা রাস্তা ছোট হচ্ছে, ঘরের কোণে
দূরন্ত শিশুর মুখের হাসি, শুকিয়ে চুন !


সবুজ ঘাসে দেশ-মাতৃকা, ভাববো তোমায়
                    কেমন করে ?
সারাক্ষণ আকাশনীলে চেয়ে থাকা
                   কর্মক্ষেত্র পুড়ে ছাই,
কী অপরূপ স্বাধীনতার স্বাদ
                 গণতন্ত্রের গায়ে পোশাক নাই ।