যে চোখে মৃত্যু খেলা করে
অনেক দিনের পরিচিত মুখ সে,
ভাঙ্গা চোয়াল, খোঁচা খোঁচা পাকা দাড়ি;
অন্তহীন নির্ভাবনার ধূসর জগতের অপেক্ষা,
মাটি, ফুল, ফসলের গন্ধ ছেড়ে
হারিয়ে যাবে, যেভাবে সবাই যায়...


পথের রেখায় রয়ে যাবে পথ
এক প্রজন্মের পর আসবে আরেক প্রজন্ম;
ড্রইংরুমে সাজানো ফুলদানি, শো-পিস
কাঙ্খিত সুখের জন্য অহর্নিশ দৌড়-ঝাপ,
ভালোবাসা, ধুলো-বালির সংসার;
না, ভাবতে চাইনা


তবুও, যে চোখে মৃত্যু খেলা করে
মেঘের রাজ্যে বৃষ্টি হবে বলে
ডানা মেলতে চায়, সবুজ ফসলের মাঠ ছেড়ে...


আমি কিছুতেই চোখ ফেরাতে পারিনা !