কবিতা এখন বিষণ্ণতার ভারি বর্ষণ
বাদলা দিনে গৃহবন্দি, কলকলে ঢেউ
জল থৈ থৈ পুকুর-নদী, নিশিরাত;
গামছা দিয়ে চোখ বেঁধে উঠিয়ে নেওয়া
গায়ের জোরে মৃত্যুর কাছে পাঠিয়ে দেওয়া ।


গাছের ডালে নকিল পাতা লজ্জা পায়
বসন্ত আজ, বসন্ত নাই, রক্ত নেশার উন্মাদনা
প্রিয়হারা প্রিয়জনকে রসিকতার চাবুক মারা !


বসন্ত তুমি, কবিতা দাও, দোয়েল-ঘুঘুর ডাক
বিষণ্ণতার অবসান হোক, জাগুক অনুরাগ


দরজা খুলে একমুঠো রোদ, বসন্ত বাহার !