এক মালয় চাউল
লবন-পানি দিয়ে ফুটিয়ে তৃপ্তির আহার
সারারাত কী প্রশান্তির ঘুম !
সকাল বেলায় কাস্তে, মাথাল নিয়ে মাঠে যাওয়া
নয় মাসের যুদ্ধ শেষে পাওয়া স্বাধীনতা !


বিয়াল্লিশ বছর পর...
মাঠ আছে, পেট ভরা আহার
হাত বাড়ালেই আধুনিক জীবন, কি চাও ?
কেবল স্বাধীনতা নেই, স্বেচ্ছাচার !
ভোট দিলাম না, তবুও হয়ে গেলে রাজা !