শূন্যকে সংখ্যার পাশে বসিয়ে দিলাম
হয়ে গেল দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ;
শূন্য এখন শূন্য নয়, সংখ্যা


আকাশ, নীল, বিশালতা - মিথ্যা
বুক ভরা ফসলের মাঠ শেষে দিগন্ত - মিথ্যা
এক হাঁটু জলে দাঁড়িয়ে তোমার চিৎকার - মিথ্যা


ওষুধ খেলে অসুখ যায়, পরিশ্রমে সফলতা আসে
সীমাহীনতা'ই আকাশের নীলাভতা
বাতাস লাগলেই কেবল নড়ে উঠে তাল পাতা;
তবু
মাঝে মাঝে সব চিকিৎসা যখন ব্যর্থ হয়
আকাশের বিশালতা যখন মানুষের নাগাল ছাড়ায়,
তখন আমি শূন্যতাকে উর্ধ্বে তুলে
প্রার্থনা করতে বসি, সকালে দুপুরে বিকেলে রাতে ।