অঞ্জলি বাড়িয়ে রেখেছি
তোমার হাতেই ভিক্ষা নেবো,
চৈত্রের খাঁ খাঁ দুপুরে, এক পশলা বৃষ্টি দাও,
লক লকে পাতার বৌ-রানী সাজে
আমের মুকুলে আসবে কঙ্কাবতী প্রেম ।


দখিনের সিঁড়ি ঘরে খোলা জানালা
সারারাত ভেজা মাটি ছেনে ছেনে
শাড়ীতে লেগে যাওয়া তোমার শরম চিহ্ন,
সকালের এক মুঠো সোনা রোদ,
তরতাজা আমের মুকুল !


দমকা হাওয়ার পর কালো মেঘ
সবকিছু ভাসিয়ে নিয়ে যাবে;
তোমার হাতে ভিক্ষা নেওয়াটা খুব প্রয়োজন !