মেয়ে, তুমি মেলায় গিয়েছিলে ?
১লা বৈশাখ, মিলন মেলা, অন্তর জুড়ে বাঙালী
সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি অথবা রমনা বটমূল ?
খোঁপায় হলুদ গাঁদা, শাড়িতে কারুকাজ
পড়ন্ত বিকেল, পরীর মতো উড়ে চলা
আনন্দ, ভাললাগা, ভালবাসা, ভেসে যাওয়া...


ঘরের টানে কখন ছেড়েছো সাঁঝের মায়া ?
কোন্ গেট দিয়ে বের হয়েছো সোনা ?
অদ্ভূত কুকুরের সাথে মিশে যাওয়া হায়েনা
খুলেনি তো, তোমার আগলে রাখা লজ্জা, শরীর ?


তোমার খুলেনি, তবে অনেকের'ই খুলেছে


কুকুর, হায়েনা, দাঁড়িয়ে দেখা পুলিশ, গেম খেলা প্রক্টর
                       ভয় পেয়োনা
সিসি ক্যামেরা, স্বাক্ষী, তদন্ত প্রতিবেদন-হিম ঘরে রবে
বৈশাখের পর বৈশাখ, বছরের পর বছর...