বুকে একটুও ব্যথা নেই
দূরের রাস্তা, দু'পাশ জুড়ে সবুজ
নরম সিট, ভেতরে ঠান্ডা হাওয়া
গাড়ী চলছে...


পদ, পদবী, মর্যাদা, অর্থ-কড়ি
রঙিন পানিয়-জলে মিশে যাওয়া সুষমা,
দ্রুত পৌছে যাওয়া নয় ।


হাজার মানুষের ভিড় ঠেলে
নীলক্ষেত, বাংলাবাজার ঘুরে সস্তায় পুরানো বই
রাতজাগা চোখে উদাস দৃষ্টি, বৈচিত্রহীন
কম দামের হোটেলে জিলাপি, পুরি, চা


সময় পেলেই কাজে-অকাজে হাঁটা
ফুটপাথ, রাজপথ, গলি, কানাগলি...


সকাল হলে অন্ততঃ একটা কবিতা চাই ।