এক একদিন উদাস দৃষ্টি, আকাশনদী
সমান্তরাল পথ, হোঁচট খাওয়া
মহল্লার গলি পেরিয়ে চৌরাস্তা;
বাচ্চার স্কুল, অফিস, কর্মব্যস্ত মানুষ, রিক্সা, অটো
কাছের গন্তব্য, একতারাহীন সংক্ষিপ্ত বাউল আমি...


নদীতে বৃষ্টির খৈ, উথাল-পাথাল ঢেউ
মাছ ধরছি, পেরিয়ে গেছে ঘন্টার পর ঘন্টা;
অপরাধ, ঐ একদিন'ই একটা থাপ্পর, কী মধুর শাসন !
চিৎকার করে বললে, তুমি কি আজ শুনবে ?
আমি ভাল আছি, খারাপ আছি, নাকি মরে গেছি ?


পথ চলছি, উদাস দৃষ্টি, সংক্ষিপ্ত বাউল
চোখের আড়ালে চোখ, তারমধ্যে চোখ...