চলো, আমরা একটা কুঁড়েঘর বানাই
তুমি ডিজাইনার আমি কারিগর,
ইট বালি রড সিমেন্টের কি দরকার ?
কাঠ বাঁশ রশি খড়- নির্মল ছাউনি ।


অনেক দিয়েছো সভ্যতা-
১২০ তলা ভবন, লিফট, জলছাদে পুকুর
পানশালা, রঙিন জলে উষ্ণ শরীর ।
আমাকে হত্যার জন্য আর কি কি দরকার ?
মেশিনগান, মিসাইল, ট্যাংক, যুদ্ধ বিমান, পারমাণবিক বোমা ?
- না, ওসব কিছুই প্রয়োজন নেই আর;
একটা কম্পন, ১৫০০ মিটার মাটির গভীর থেকে
উঠে আসা মৃত্যুদুত, ঝুর ঝুর করে খুলে পড়া সভ্যতার নির্মান ।


চলো, আমরা একটা কুঁড়েঘর বানাই
সিঁড়ির পর সিঁড়ি ভেঙ্গে অনেক উঠা হয়েছে,
সভ্যতার আলো ছেড়ে এবার খুঁজে নিই একটা সবুজ বন
হাতের কাছে কিছু একটা পেয়ে যাব নিশ্চয়,
দালান নয়-কুঁড়েঘর ।