ফুল ফোটার দিন শেষ হয়ে যায়নি এখনো
শুকিয়ে যায়নি গাছ লতা পাতা কুঁড়ি;
জল দিলেই শীতল হাওয়ায় ফুরফুরে অনুভব
আলোকিত ভোরে সূর্যস্নান, ফুলের সুবাস,
কে চায় খাঁ খাঁ রোদ্দুর, মরুভূমি, বালিয়াড়ি ?


বুকের ব্যথা-মনে করো সবুজ ঘাস, ফসলের মাঠ
পাখির পালকের মতো ছুঁয়ে যাওয়া...


চলো, হাত ধরে পার হই-
স্রোতস্বিনী নদী,গিরিপথ,বৃষ্টির রাত...